দেশজুড়ে

তিন ভারতীয় জেলের মরদেহ হস্তান্তর

ভোমরা স্থলবন্দর দিয়ে তিন ভারতীয় জেলের মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর করেছে সাতক্ষীরা বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইমিগ্রেশন দিয়ে মরদেহ তিনটি হস্তান্তর করা হয়। এর আগে মঙ্গলবার হিরনপয়েন্টে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ভারতীয় ফিশিং বোট “মা মহা গৌরী” থেকে গলিত অবস্থায় তিনটি মরদেহ উদ্ধার করে খুলনার দাকোপ থানা পুলিশ। বৃহস্পতিবার দাকোপ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুস সবুর মরদেহ তিনটি সাতক্ষীরার বিজিবির কাছে হস্তান্তর করে। সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জানান, মরদেহটি তিনটি পৌঁছানের পর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফের পরিদর্শক শিব কুমারের কাছে হস্তান্তর করা হয়েছে।আকরামুল ইসলাম/এফএ/পিআর