চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন আর জে নীরব। তারেক মাহমুদ পরিচালিত `চটপটি` নামের একটি চলচ্চিত্রে তাকে অভিনয় করতে দেখা যাবে। এতে তার বিপরীতে আছেন নবাগতা সারা। চলতি বছরের মার্চে এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। এ নিয়ে তিনি বলেন, `অনেক দিনের স্বপ্ন বড় পর্দায় কাজ করার। সেই স্বপ্ন পূরণের খুব কাছাকাছি এখন। আমি চাই ভালোভাবে নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে।`এইচএন