বিশ্বকাপ চলাকালীন সময়ে পাকিস্তানি খেলোয়াড়দের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করলো দেশটির ক্রিকেট বোর্ড।আগামী মাসে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের উদ্দেশে মঙ্গলবার দেশ ছেড়েছে পাকিস্তান ক্রিকেট দল।টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা দেশ ছাড়ার আগে খেলোয়াড়দের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করেন। এ সম্পর্কে তিনি বলেন সাধারণত অবসর সময় কাটানোর জন্য মানুষ এইসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। বিশ্বকাপের সময় খেলোয়াড়রা অবসর সময় পাবে বলে আমার মনে হয় না।খেলার প্রতি পূর্ণ মনোযোগ দেয়ার জন্য তাদের ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।খেলোয়াড়রা তাদের পরিবার নিতে পারবেন কি-না,এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খেলোয়াড়রা নিউজিল্যান্ডে তাদের পরিবার নিয়ে যেতে পারবে। কিন্তু বিশ্বকাপের সময় একসঙ্গে থাকতে পারবে না।এমআর