দেশজুড়ে

নওগাঁয় ভুয়া শিক্ষার্থীকে কারাদণ্ড

নওগাঁ সরকারি কলেজ থেকে খাজাবাবু ওরফে খাজা (২০) নামে এক ভুয়া শিক্ষার্থীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। খাজাবাবু সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের আবুল কালামের ছেলে।কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম জিল্লুর রহমান জানান, আজ সকাল সাড়ে ৮টা থেকে অর্থনীতি ক্লাস চলছিল। এসময় অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এসএম মোজাফ্ফর হোসেন সকল ছাত্রকে ক্লাসে প্রশ্ন উত্তর লিখতে বলেন। কিন্তু ভুয়া ওই শিক্ষার্থী না লিখে ক্লাসের মধ্যে ফোনে কথা বলছিল। তাকে লিখতে বলা হলে সে ওই শিক্ষককে লাঞ্ছিত করে। তাকে এর আগে কখনো ওই ক্লাসে দেখাও যায়নি। বিষয়টিতে সন্দেহ হলে থানা পুলিশে খবর দেওয়া হয়। পরে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৌরভ এসে খাজাবাবুকে আটক করেন।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম জানান, প্রাথমিক ভাবে সত্যতা পাওয়া গেছে যে সে ওই কলেজের শিক্ষার্থী না। সে বিভিন্ন সময় কলেজে এসে অন্যান্য ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে টাকা ও ফোন কেড়ে নিত। সে তার দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে তাকে তিনমাসের কারাদণ্ড দেয়া হয়েছে।আব্বাস আলী/এফএ/এবিএস