দেশজুড়ে

ভোলায় দু`টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৫০

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার রাস্তামাথা নামক স্থানে শুক্রবার দুপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।আহতদের মধ্যে মঞ্জু (২০), রিফাত (২৫), আনোয়ার (৩৫), আকলিমা (১৪), হাসান (২০), মেহেদি (৪০), বাপ্পি (১৭), কিরন (৫০) ও আজাদ মিয়ার (৬০) নাম জানা গেছে। বাকিদের নাম-পরিচয় এ রিপোর্ট লেখার সময় পাওয়া যায়নি।আহতরা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।আহত বাসযাত্রী মঞ্জু, রিফাত ও আনোয়ার জানান, দুপুর ১২টার দিকে রাহাত পরিবহনটি উপজেলার রাস্তামাথা নামক স্থানে পৌঁছলে আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে দুই বাসের প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হন।বোনহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আহত যাত্রীদের অবস্থা আশঙ্কাজনক।এআরএস