দেশজুড়ে

কলমাকান্দায় ১৩ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

নেত্রকোনার কলমাকান্দার বরুয়াকোনা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়া ১৩ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার রাতে তাদের ফেরত দেয়া হয়।বিজিবি ১১ ব্যাটালিয়নের (নেত্রকোনার) মেজর মাখদুম সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন। ফেরত আসা বাংলাদেশিরা হলেন-সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিরাজোরা গ্রামের বিন্দু নাল (৪৫), কলমাকান্দা উপজেলার আনন্দপুর গ্রামের অঞ্জন সরকার (৪৫), একই এলাকার নিরাঞ্জন সরকার (৩৫), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঘোড়াঘাট গ্রামের অধীর দাস (৪০), কলমাকান্দা উপজেলার বড়কাপন ইউনিয়নের বাউসারী গ্রামের গোপাল ভৌমিক (৩০)।এছাড়া, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সন্তোষপুর গ্রামের দুলাল সরকার (২১), কলমাকান্দা উপজেলার বড়কাপন ইউনিয়নের বাউসারী গ্রামের সেফালী ভৌমিক (২৫), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঘোড়াঘাট গ্রামের নিয়তি দাস (৬০), কলমাকান্দা উপজেলার আনন্দপুর গ্রামের সবিতা সরকার (৩৫)।আরো রয়েছেন, একই গ্রামের সুদীপ সরকার (৭), কলমাকান্দা উপজেলার বড়কাপন ইউনিয়নের বাউসারী গ্রামের পূজা ভৌমিক (১০), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সন্তোষপুর গ্রামের রঞ্জন সরকারে ছেলে আটাষ সরকার (১৪) ও কলমাকান্দা উপজেলার কছুগড়া গ্রামের আলী আসগরের ছেলে সাহাব উদ্দিন সরকার (১৪)। পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বরুয়াকোনা সীমান্তে কলমাকান্দার ১৩ বাংলাদেশি অবৈধভাবে ভারতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা পড়ে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিএসএফ বরুয়াকোনা ফাঁড়ির ইনচার্জের হাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে দেন। তারপর রাত ১১টার দিকে বিজিবি কলামাকান্দা থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। কলমাকান্দা উপজেলার আনন্দপুর গ্রামের অঞ্জন সরকার জাগো নিউজকে জানায়, তারা ভারতে কাজের সন্ধানে গিয়েছিল। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঘোড়াঘাট গ্রামের অধীর দাস জাগো নিউজকে জানান, তারা ভারতে বেড়াতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছে।কলমাকান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান সোমবার রাত পৌনে ১২টার দিকে জাগো নিউজকে জানান, আটকদের কলমাকান্দা থানা হাজতে রাখা হয়েছে।কামাল হোসাইন/এসএস/পিআর