দেশজুড়ে

শৈলকুপায় অস্ত্রের মুখে ৩৬১ বস্তা চাল লুট

ঝিনাইদহের শৈলকুপায় দুর্বৃত্তরা বাসুদেব রায় নামে এক চাল ব্যবসায়ীর দোকান থেকে আট লাখ টাকা মূল্যের ৩৬১ বস্তা চাল লুট করেছে।শুক্রবার ভোরে শহরের হাজির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের পাহারাদার আনজু মিয়া, মসিউর রহমান ও মানিককে আটক করেছে। শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসেম খান জানান, শুক্রবার ভোর চারটার দিকে একদল দুর্বৃত্ত শৈলকুপা শহরের হাজির মোড় এলাকায় প্রবেশ করে। এসময় দুর্বৃত্তরা পাহারাদরদের কাছে সিগারেট ধরানোর জন্য আগুন চায়। এরপর তাদের অস্ত্রের মুখে জিম্মি করে বাসুদেব রায়ের চলের দোকান থেকে ৩৬১ বস্তা চাল দুই ট্রাক ভরে নিয়ে পালিয়ে যায়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসেম খান জানান, পুলিশ লুটকৃত চাল উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে এবং দ্রুত চাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।উল্লেখ্য, এর আগে শৈলকুপার ভাটই বাজার ও ঝিনাইদহ শহরের সিটি মোড় থেকে একই কায়দায় দুর্বৃত্তরা ছয়শ বস্তা চাল লুট করলেও পুলিশ লুণ্ঠিত চাল উদ্ধার বা দুর্বৃত্তদের গ্রেফতার করতে পারেনি।

এমএএস