দেশজুড়ে

ভারতে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা হলেন, উপজেলার সীমান্ত সংলগ্ন লাউড়েরগড় গ্রামের আব্দুল কাদিরের ছেলে মফিজ মিয়া (২৮), একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. রাজমিন (৪০)।মঙ্গলবার দুপুর ২টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১২০৩ এর কাছে বাংলাদেশ অভ্যন্তরে বারেকটিলা এলাকা থেকে তাদের আটক করা হয়।   সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং কর্মকর্তা লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, জেলার প্রায় ৯৭ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও যেকোনো অপতৎপরতারোধে জোর তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি। রাজু আহমেদ রমজান/এএম/এবিএস