দেশজুড়ে

সালিশে স্কুলছাত্রীসহ তিনজনকে পেটালেন ইউপি চেয়ারম্যান

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সালিশি বৈঠকে এক স্কুলছাত্রীসহ তিনজনকে পেটানোর অভিযোগ উঠেছে সদ্য নির্বাচিত ২ নং চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে। আহত ছাত্রীর বাবা অভিযোগ করে জানান, গত কয়েক মাস ধরে একই বাড়ির হাসানেরর পরিবারে সঙ্গে পারিবারিক ঝগড়া বিরোধ চলছিল। এ নিয়ে হাসান গ্রাম্য সালিশে তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ করলে চেয়ারম্যান আমার পরিবারের সবাইকে সালিশে উপস্থিত হতে বলে। সোমবার রাতে ইউনিয়ন পরিষদের সালিশি বৈঠকে উপস্থিত হওয়ার পর আমাকে ও আমার স্ত্রী এবং শ্যালিকাকে বেধড়ক পিটিয়ে আহত করার পর আমার স্কুল পড়ুয়া মেয়েকে চৌকিদার দিয়ে বাড়ি থেকে ধরে এনে পরিষদে উপস্থিত শত শত লোকের সামনে পিটিয়ে আহত করলে সে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে রাত ১০টার সময় চেয়ারম্যন পরিষদ থেকে চলে যাওয়ার পর আমি, আমার মেয়ে, স্ত্রী ও শ্যালিকাকে উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এ ঘটনায় যাতে কোনো মামলা করা না হয় সেজন্য চেয়ারম্যান নানাভাবে হুমকি দিচ্ছে। আহত ছাত্রীর মা জানান, চেয়ারম্যানের পায়ে ধরে চিৎকার করার পরও চেয়ারম্যান আমার স্কুল পড়ুয়া ছোট মেয়েকে ছেড়ে দেয়নি। তিনি এ ঘটনার সরকারের কাছে উপযুক্ত বিচার দাবি করেছেন।এ ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের সঙ্গে কথা বললে তিনি বলেন, এ অভিযোগ সত্য নয়। তার প্রতিপক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব রটাচ্ছে।চরজব্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। মিজানুর রহমান/এসএস/এমএস