ফিচার

পাপ্পুর হাতে ৫ মিনিটে বঙ্গবন্ধুর ছবি

মাত্র ৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আঁকতে পারেন পুরান ঢাকার রিকশা পেইন্টার হানিফ পাপ্পু। বঙ্গবন্ধুর দারুণ ভক্ত পাপ্পু ইতোমধ্যে প্রিয় নেতার ৫ হাজার ছবি এঁকেছেন। হানিফ পাপ্পু জানান, মুক্তিযুদ্ধের পরপর ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম আসেন ইন্দিরা গান্ধী। তখন তিনি রূপায়ণ আর্টে কাজ করতেন। সেসময় বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধীর সমাবেশ আয়োজন করা হয় সোহরাওয়ার্দী উদ্যানে। হানিফ পাপ্পু তার দলের সাথে কাজ পেলেন বঙ্গবন্ধুর ছবি আঁকার। মঞ্চের নিচে আঁকা হবে ছবি। দলের সাথে গিয়ে বঙ্গবন্ধুর ছবি আঁকলেন তিনি। সেই থেকে শুরু। তিনি আরও জানান, তিনি পেশায় রিকশা পেইন্টার। রিকশার পেছনের ছবি আঁকেন। আঁকেন সিনেমার ক্যানভাস। তিনি বেহুলা, ময়নামতি, নীল আকাশের নিচে, ছোট সাহেব, ওরা ১১ জন ও অবুঝ মনের মতো বিখ্যাত চলচ্চিত্রের পোস্টার ও ব্যানার এঁকেছেন। একসময়ের আলোচিত চিত্রশিল্পী পাপ্পু এখন কাজের অভাবে অলস সময় কাটাচ্ছেন। কারণ এখন সব ডিজিটাল হয়ে গেছে। ২০০২ সাল থেকে তা একেবারে কমে গেছে। হাতে আঁকা বিজ্ঞাপনের স্থান দখল করে নিয়েছে ডিজিটাল প্রিন্টিং। এখন শুধু জন্মদিন আর বিয়ের অনুষ্ঠানের পেইন্টিং করে সংসার চলে হানিফ পাপ্পুর।এসইউ/আরআইপি