দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়া-কলকাতা রুটে নতুন বাস

ব্রাহ্মণবাড়িয়া-কলকাতা রুটে রয়েল কোচ নামে নতুন একটি বাস সার্ভিস চালু করা হয়েছে। শুক্রবার সকাল সোয়া ১০টায় শহরের ভাদুঘর পৌর বাসটার্মিনালে ফিতা কেটে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনগণের সুবিধার্থে রয়েল কোচের উদ্যোগকে স্বাগত জানিয়ে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, রয়েল কোচের নুতন এ সার্ভিসের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া থেকে যাত্রীরা সহজে কলকাতায় যাতায়াত করতে পারবেন। এসময় তিনি আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী নেতাকর্মী কিংবা প্রভাবশালীদের হাফ ভাড়া নয় বরং নির্ধারিত ভাড়া দিয়ে এ বাসে যাতায়াতের আহ্বান জানান।রয়েল কোচ সার্ভিসের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ওয়াবেদ হোসেন জানান, প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্য ও পশ্চিমবঙ্গবাসীকে এবার বাংলার প্রীতি বন্ধনে আবদ্ধ করতেই রয়েল কোচ নতুন এ সার্ভিস চালু করেছে। এখন থেকে প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা বাসস্ট্যান্ড থেকে দুটি বাস কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যাত্রাপথে ঢাকা থেকেও যাত্রী ওঠানো হবে। একইভাবে কলকাতা থেকে দুটি বাস ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসবে। তিনি আরো জানান, প্রতিটি বাসে আসন সংখ্যা থাকবে ৩৪টি। ভাড়া ১৬০০ থেকে ১৮০০ টাকা।আজিজুল সঞ্চয়/এফএ/এমএস