নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সাধুয়ারকান্দা গ্রামে শিউলী আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের সাধুয়ারকান্দা গ্রামে জয়নাল মিয়ার স্ত্রী শিউলী আক্তারের মরদেহ সকালে নিজ বাড়ির আঙ্গিনায় পড়ে থাকতে দেখতে পুলিশেখেবর দেয় স্থানীয়রা। সংবাদ পেয়ে পুলিশ গৃহবধূ শিউলী আক্তারের মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহত ওই গৃহবধূর স্বামী জয়নাল মিয়া পলাতক রয়েছেন।বারহাট্টা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান জানান, নিহত গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহত গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।কামাল হোসাইন/এফএ/এমএস