দেশজুড়ে

যারা দেশকে ধ্বংস করতে চায় তাদের সঙ্গে ঐক্য নয়

যারা দেশকে ধ্বংস করতে চায় তাদের সঙ্গে কোনো ঐক্য নয় উল্লেখ করে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বাঘ আর হরিণের যেমন ঐক্য হয় না তেমনি বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ঐক্য হবে না।শনিবার কুড়িগ্রাম উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণের মাধ্যমে কৃষি পুনর্বাসন কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। এ সময় তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামায়াত নিষিদ্ধের কাজ চলছে। আমরা অবৈধভাবে কিছু করি না। সবকিছু আইনের মাধ্যমেই হবে।অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব মইনুদ্দিন আব্দুল্লাহ, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান নাসিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহা-পরিচালক হামিদুর রহমান, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার তবারক উল্লাহ্, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী প্রমুখ।এর আগে সকালে কৃষিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করেন।কুড়িগ্রামে ১৬ হাজার ৬৫০ জন কৃষকের কৃষি পুর্ণবাসন কর্মসূচির মোট বরাদ্দকৃত ৯ লাখ ৯২ হাজার টাকা। এর মধ্যে তিন হাজার কৃষককে সাত লাখ ৮০ হাজার টাকার শাক-সবজির বীজ এবং ৩১৮ জন কৃষককে দুই লাখ ১২ হাজার টাকার রোপা আমনের চারা বিতরণ করা হয়। নাজমুল হোসেন/এএম/আরআইপি