দেশজুড়ে

যুবলীগ নেতার গুলিতে স্বেচ্ছাসেবকলীগ নেতা আহত

ফেনীর সোনাগাজীতে যুবলীগ নেতার গুলিতে সোহাগ খায়ের নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বদরপুর রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাতে স্বেচ্চাসেবকলীগ নেতা সোহাগ খায়ের বদরপুর রাস্তার চায়ের দোকানে আড্ডারত অবস্থায় ফারুক হোসেনের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী তাকে গুলি করে। এসময় স্থানীয় জনতা ফারুককে ধাওয়া করে ধরে গণপিটুনি দেয়। কিন্তু তার সহযোগীরা এলাকায় ব্যাপক বোমাবাজী করে জনতার কাছ থেকে ফারুককে ছিনিয়ে নিয়ে যায়। গুলিবদ্ধি সোহাগ খায়েরকে চিকিৎসার জন্য প্রথমে ফেনীর আধুনিক সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরমজলিশপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ফারুক হোসেনের সঙ্গে সাধারণ সম্পাদক ও সোহাগ খায়েরের বড় ভাই আনোয়ার খায়েরের বিরোধ চলে আসছে। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে এ বিরোধ আরো চরম আকার ধারণ করে। ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আনোয়ার খায়ের জানান, ফারুক হোসেনসহ তার দলবল সোহাগ খায়েরের উপর হামলা করে। বিষিয়টি তিনি দলের ঊর্ধ্বতন নেতাদের জানিয়েছেন বলে জানান।সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। জহিরুল হক মিলু/এফএ/এমএস