খেলাধুলা

এবার মাঠে পাকিস্তানি ক্রিকেটারের মৃত্যু

ফিল হিউজ মারা যাওয়ার প্রায় দু’মাস পর ক্রিকেট মাঠে আবারও ঘটলো মৃত্যুর ঘটনা। রোববার সন্ধ্যায় বাউন্সারের আঘাতে পাকিস্তানের জিশান মোহাম্মেদ নামের এক ক্রিকেটার মারা গেলেন।মর্মান্তিক এই ঘটনাটি ঘটে করাচি প্রদেশের ওরাঙ্গি শহরের মাই হাওয়া গোথ মাঠের এক ম্যাচে। প্রতিপক্ষের বোলারের ছোঁড়া দ্রুতগতির বাউন্সারটি সরাসরি জিশানের বুকে এসে লাগে। সঙ্গে সঙ্গে ক্রিজে লুটিয়ে পড়েন ১৮ বছর বয়সী এ ব্যাটসম্যান। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক সামাদ জানান, হাসাপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে জিশানের।আইনী আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য জিশানের লাশ পাকিস্তানের আব্বাসি শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে।