বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনের অংশ হিসেবে জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষদের মাঝে ধানের চারা বিতরণ করে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ কৃষকের মাঝে উন্নত জাতের নাজির শাইল ধানের চারা বিতরণ করা হয়। এসময় কৃষকদের মাঝে চারা বিতরণ করেন পৌর মেয়র মির্জা সাখাওতুল আলম মনি, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নারায়ণ চন্দ্র দে, কৃষি সম্প্রসারণ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. আবু হানিফ ও পৌর কাউন্সিলর শামীম হোসেন। শুভ্র মেহেদী/এফএ/পিআর