দেশজুড়ে

পাঁচবিবিতে জামায়াতের নারী নেত্রীসহ গ্রেফতার ৩

জয়পুরহাটের পাঁচবিবি পৌর-শহরের দানেজপুর এলাকা থেকে জামায়াতের নেত্রীসহ তিন নারী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো, পাঁচবিবি উপজেলার কাঁটাপুকুর গ্রামের জামায়াতের ভারপ্রাপ্ত আমির শফিউল আলম কমলের স্ত্রী ও পাঁচবিবি মহিলা জামায়াতের রুকন শাহানাজ বেগম (৩৫), পাঁচবিবি পৌর শহরের দানেজপুর এলাকার আমিনুর রহমান কন্যা ও জামায়াত কর্মী খাতুনে জান্নাত (২৫), একই পৌর এলাকার শহিদুল ইসলামের মেয়ে ও জামায়াত কর্মী তানজিলা আখতার (৩৫)।পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, দানেজপুর পৌর এলাকার সাইফুলের বাড়িতে দলীয় সভা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। রাশেদুজ্জামান/এআরএ/এমএস