ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও কন্টেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার বেলা সোয়া ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আলীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে সিলেট থেকে আসা ঢাকাগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে আলীনগর এলাকায় সিলটগামী একটি কন্টেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন উদ্ধারের চেষ্টা চলছে।আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি