দেশজুড়ে

ঝিনাইগাতীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নয়াপাড়া গ্রামে পানিতে ডুবে ঈশিতা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি একই গ্রামের এরশাদ আলীর মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, ঈশিতা খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার দেহ পুকুরের পানিতে ভেসে উঠে। তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মফিদুল ইসলাম ঈশিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।হাকিম বাবুল/এএম/আরআইপি