দেশজুড়ে

সংস্কারের ৬ মাসেই সড়কের অবস্থা বেহাল

সংস্কারের মাত্র ৬ মাস পার হতেই ঝিনাইদহ-যশোর মহাসড়কের বেহালদশা দেখা দিয়েছে। ঝিনাইদহ শহর থেকে কালীগঞ্জ পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের ছোট-বড় অসংখ্য গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।থ্রি-হুইলার ড্রাইভার রফি উদ্দিন জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ার পরই মহাসড়কের বিভিন্ন স্থানে পিচ-পাথর উঠে যেতে থাকে। বর্তমানে কোথাও কোথাও সাত-আট ইঞ্চি গভীর গর্তের সৃষ্টি হয়েছে। মহাসড়কের এমইউ কলেজ রোড থেকে বিষয়খালী বাজার পর্যন্ত বিভিন্ন জায়গার অবস্থা অত্যন্ত নাজুক।এলাকাবাসী জানান, বড়-বড় গর্তের কারণে বাস-ট্রাক, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে। সাধারণ জনগণ আহত হচ্ছেন প্রতিনিয়ত। ট্রাকচালক ইমন আলী জানান, কখনো কখনো গর্ত পাশ কাটাতে গিয়ে গাড়ি উল্টে যাওয়ার উপক্রম হয়।এ ব্যপারে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, অতি বৃষ্টির কারণে কিছু জায়গায় সমস্যা দেখা দিয়েছে। খুব শিগগিরই এগুলো সংস্কার করা হবে।আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর