তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় শহরের বিরাসার এলাকার লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। এদের মধ্যে জসিম উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি ঘর-বাড়ি ও দোকানে ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে। তবে আটকদের পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শহরের বিরাসার এলাকার মালেক মিয়া ও অজু মিয়ার গোষ্ঠীর দুই শিশুর মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি ঘর-বাড়ি ও দোকানে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল ও শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দফতর) রাজন কুমার দাস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।আজিজুল সঞ্চয়/এসএস/পিআর