দেশজুড়ে

ট্রেনের বগি থেকে গান পাউডার উদ্ধার

সৈয়দপুরে ট্রেনের একটি বগি থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরের দিকে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে ওই বিস্ফোরক উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ। পুলিশ জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি নীলফামারীর চিলাহাটির উদ্দেশ্যে আসছিল। ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনের অদূরে সৈয়দপুর-পার্বতীপুর রেললাইনের বানিয়াপাড়া নামক স্থানে পৌঁছে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর রেলওয়ে থানার এটিএসআই জরিফুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই ট্রেনে বগিতে আকস্মিক তল্লাশি চালান।তল্লাশিকালে ওই ট্রেনে ৫১৪৮ নম্বর বগির ১১ নম্বর সিটের নিচে একটি পুরাতন লাল রঙয়ের ব্যাগের মধ্যে সাদা প্লাস্টিকের কস্টেপ দিয়ে মোড়ানো ছাই রঙয়ের পাউডার জাতীয় কিছু দ্রব্য পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরে সেটি খুলে গান পাউডার বলে নিশ্চিত হয় পুলিশ। সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমার ঘটনার সত্যতা জাগো নিউজকে বলেন, উদ্ধারকৃত বিস্ফোরকের ওজন ৫০০ গ্রাম। জাহেদুল ইসলাম/এএম/এবিএস