বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় ঘটনায় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের এক চালক। তবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।বুধবার বেলা ১১টায় উপজেলার লকপুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত চালককে উদ্ধার করে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠিয়েছে।বাগেরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজী জানান, সকালে খুলনা থেকে বাগেরহাটগামী একটি কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থালেই এক চালকের মৃত্যু হয়। গুরুত্বর আহত হন অপর মোটরসাইকেল চালক। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।বিএ/আরআইপি