শেরপুরে ৮৮ প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে ভাতার সাত লাখ ২১ হাজার ২০০ টাকা তুলে দেয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সমাজসেবা অধিদফতর এ ভাতা প্রদান করে।সোমবার দুপুরে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম জেলা প্রশাসনের সম্মেলনকক্ষ রজনীগন্ধায় আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধীদের হাতে এসব ভাতার টাকার চেক তুলে দেন। এ সময় জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহেদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, চেম্বার সভাপতি আলহাজ্ব মো. মাসুদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ উপস্থিত ছিলেন। হাকিম বাবুল/এএম/পিআর