ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বুজিডাঙ্গা মুনদিয়ায় বজ্রাঘাতে নয়ন হোসেন (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে বুজিডাঙ্গা মুনদিয়া গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। মৃত নয়ন একই গ্রামের আলি কদরের ছেলে ও কেয়া বাগান কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র। কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নয়ন হোসেন বিকালে গ্রামের মাঠে ঘাস কাটতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহমেদ নাসিম আনসারী/এএম/এবিএস