জয়পুরহাট শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়িভর্তি একটি ট্রাক আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শাড়িগুলো আটক করা হয়।জয়পুরহাট অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল জানান, মঙ্গলবার সকালে চোরাকারবারিরা ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে ভারতীয় শাড়িভর্তি একটি ট্রাক শহরের বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ঐ এলাকায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। আটক ট্রাক থেকে ১শ ২৫ গাইট এবং ৯ হাজার ৪৪ পিস ভারতীয় উন্নমানের শাড়ি উদ্ধার করা হয়। ট্রাকসহ এর আনুমানিক মূল্য ২ কোটি টাকা।এ ব্যাপারে পুলিশ কাউকে আটক করতে পারেনি। জয়পুরহাট সদর থানায় চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।রাশেদুজ্জামান/এফএ/এমএস