দেশজুড়ে

নালিতাবাড়ীতে কবরস্থান থেকে আট মরদেহ চুরি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি এলাকার একটি কবরস্থান থেকে মাটি খুঁড়ে আটটি মরদেহ চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে কোনো এক সময় মরদেহগুলো চুরি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই এলাকার এক ব্যক্তি মায়ের কবর জিয়ারত করতে গেলে কবরস্থান খোঁড়া দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হয়। কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার জানান, কাকরকান্দি ইউনিয়নের কবরস্থান থেকে সোমবার রাতের কোনো এক সময় কবর খুঁড়ে আটটি মরদেহ চুরি করা হয়। মঙ্গলবার সকালে এক ব্যক্তি জিয়ারত করতে গিয়ে কবর খোঁড়া দেখতে পান। পরে গ্রামবাসী কবরস্থানে গিয়ে আটটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। কঙ্কাল বিক্রি করার জন্য এই মরদেহগুলো চুরি হয়ে থাকতে পারে। তিনি আরো জানান, গত ৮/৯ মাসের মধ্যে এসব মরদেহ দাফন করা হয়েছিল। কঙ্কাল বিক্রির জন্য কোনো একটি চক্র এই মরদেহগুলো চুরি করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।হাকিম বাবুল/এআরএ/এবিএস