ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে সাপের কামড়ে নাজমা খাতুন নামে এক স্কুলছাত্রী মারা গেছে। বুধবার সকাল ১০টার দিকে সদর হাসাপাতালে তার মৃত্যু হয়।এলাকাবাসী জানায়, নাজমা খাতুন ওই এলাকার রেজাউল ইসলামের মেয়ে ও হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।নিহতের স্বজনরা জানায়, রাতে নিজের বিছানায় শুয়েছিল নাজমা খাতুন। সে সময় একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার এক পর্যায়ে বুধবার সকালে সে মারা যায়।আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস