শরীয়তপুরের পালংয়ে লিংকন নামের এক তরুণকে অপহরণের পর হত্যার দায়ে দুইজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, সোহাগ হাওলাদার ও আতাবুর রহমান বাবলু।বুধবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সর্দার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।আদালত সূত্রে জানা যায়, শরীয়তপুরের পালংয়ের বেড়া চিকন্দি এলাকার মো. মোজাম্মেল খাঁর ছেলে ১৮ বছর বয়সী লিংকনকে ২০১৩ সালের ২৫ জুন অহরণের পর হত্যা করা হয়।মামলার নথি থেকে জানা যায়, প্রতিবেশী সোহাগ হাওলাদার সেদিন মোবাইল ফোনে লিংকনকে ডেকে নিয়ে যায়। চার দিন পর বিনোদপুর শিমুলতলী এলাকার পাটক্ষেতে ওই তরুণের গলিত মরদেহ পাওয়া যায়।এরপর তার বাবা মো. মোজাম্মেল খাঁ পালং থানায় মামলা করেন। সেখানে তিনজনকে আসামি করা হয়। তদন্ত শেষে শরীয়তপুরের পুলিশ সোহাগ ও বাবলুর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা মোটরসাইকেলসহ লিংকনকে ডেকে নিয়ে গিয়ে জুসের মধ্যে নেশাজাতীয় তরল পান করিয়ে তাকে অচেতন করে। পরে তাকে হত্যা করে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।পরে মামলাটি ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হলে দুই আসামির বিচার শুরু করে আদালত। বাদীপক্ষে মোট ১১ জন এ মামলায় সাক্ষ্য দেন। শুনানি শেষে বুধবার এ মামলার রায় ঘোষণা করেন বিচারক। এএম/এবিএস