শেরপুরের নালিতাবাড়ী ও নকলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। বুধবার দুপুরে নালিতাবাড়ীর তালুকপাড়া এলাকায় ট্রাকচাপায় মারা যান জহুর আলী (৪০) নামে একজন বাস হেলপার। অন্যদিকে, নকলার জালালপুর এলাকায় বাসচাপায় মারা যান আলকাস আলী (৫৫) নামে এক ব্যক্তি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নালিতাবাড়ীগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো ১১-৬৮০৮) নকলা সড়কের তালতলা এলাকায় একটি গরুকে ধাক্কা দিয়ে পালানোর সময় গরুর মালিক জালাল উদ্দিন ট্রাকটিকে আটকানোর জন্য চিৎকার করতে থাকে। এসময় আশেপাশের মানুষ ট্রাকটির গতিরোধ করতে গেলে ট্রাকচালক জহুরুলের উপর ট্রাক উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা চারদিক থেকে ট্রাকটিকে ব্যারিক্যাড দিলে চালক ট্রাক ফেলে পালানোর চেষ্টা করে। এসময় জনতা সড়ক অবরোধ করে ট্রাকে আগুন লাগিয়ে দেয়। পর অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফসিহুর রহমান জানান, ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকের আগুন নিয়ন্ত্রণে এনেছে। অপরদিকে, সকাল সাড়ে ১০টার দিকে নকলা উপজেলার জালালপুর এলাকায় সাইকেল আরোহী আলকাস আলী বাসের (ঢাকা-মেট্রো-ব ১১-৫৮৫৯) ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন। হাকিম বাবুল/এআরএ/এবিএস