জাতীয়

গণস্বাস্থ্য হাসপাতালে বার্ন ইউনিট

রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে বার্ন ইউনিটের উদ্বোধন করা হয়েছে। বুধবার ধানমন্ডিতে হাসপাতালের সেমিনার কক্ষে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬টি সাধারণ সিট এবং আইসিইউ, সিসিইউ ও জরুরি সেবার একাধিক সিট নিয়ে পূর্ণাঙ্গ বার্ন ইউনিট গঠন করা হয়েছে।দেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা চলমান অবরোধে নাশকতা ও পেট্রলবোমা হামলায় পোড়া রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে পোড়া রোগীর চিকিৎসায় সরকারি হাসপাতালে স্থান হচ্ছে না। তা ছাড়া বেসরকারি হাসপাতালে পোড়া রোগীর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ এ পরিস্থিতি মোকাবিলার জন্য বার্ন ইউনিট চালু করেছে। এই ইউনিটে গরিব রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে।উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক এ কে এম রেজাউল ইসলাম (ভারপ্রাপ্ত) প্রোভিসি গণবিশ্ববিদ্যালয় এবং সার্জারি বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ডা. মোবাশ্বের মল্লিক, অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব পালন করেন বিশেষজ্ঞ অধ্যাপক এ কে খান। বিএ/এমএস