সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতাদের বিষয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বহিষ্কৃতরা আবেদন করে আবার দলের সদস্য হতে পারবেন। তবে আমরা আওয়ামী লীগকে সার্কাস পার্টি হতে দেব না।বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদে গরীব-দুঃস্থ্য মানুষের মাঝে ঈদ-উল-আযহার বিশেষ ভিজিএফ চাল বিতরণী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এসব কথা বলেন।তিনি বলেন, ৯৬ সালে যখন আমরা ক্ষমতায় এলাম, তখন দেশে বন্যা হয়েছিল। তখন শেখ হাসিনা নয় মাস ২০ কেজি করে চাল দিয়েছেন। বিদেশ থেকে চাল কিনে এনে দিয়েছেন। অথচ তখন আমরা খাদ্যে স্বয়ং-সম্পূর্ণ ছিলাম না। কিন্তু বাপের বেটি পিছায় নাই। এখন আল্লাহর রহমতে আমরা খাদ্যে স্বয়ং-সম্পূর্ণ। এমনকি আমরা শ্রীলঙ্কায় চাল রফতানি করেছি। নেপালে ভূমিকম্পে চাল দিয়ে সহযোগিতা করেছি। আর খালেদা জিয়া ৯২ দিন মানুষ পুড়িয়ে হত্যা করার পর, আমেরিকা গিয়েছিলেন নালিশ করতে। নালিশ করে তিনি বালিশ পেয়েছেন । কৃষিমন্ত্রী নৌকা প্রতীকে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্য করে বলেন, নৌকা ছিল বলে চেয়ারম্যান হয়েছেন, তা না হলে হয়তো মেম্বারও হতে পারতেন না। ভাল কাজ করলে পার্টি আপনাদের সঙ্গে থাকবে। খারাপ কাজের দায় আওয়ামী লীগ নিবে না। এদিন মতিয়া চৌধুরী নালিতাবাড়ী উপজেলার পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে ১৮ হাজার ৩৩৮ জন দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে ঈদুল আযহার বিশেষ ভিজিএফ চাল বিতরণ করেন। এছাড়া স্বেচ্ছাধীন তহবিল থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে ৫১ হাজার টাকা, ৪টি কলেজের প্রতিটিকে ৫৪ হাজার করে টাকা ও ২টি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।এসময় শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) লাবনী খন্দকার, উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, রূপনারায়ণকুড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।হাকিম বাবুল/এফএ/পিআর