বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে প্রাণ গ্রুপ। প্রাণ ড্রিংকিং ওয়াটারের উদ্যেগে শুক্রবার সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সদর উপজেলার রানীগ্রাম, খোকশাবাড়ি, গুনেরগাঁতী, চরমালশাপাড়াসহ বিভিন্ন স্থানে এই ত্রাণ বিতরণ করা হয়। এসময় প্রাণ গ্রুপের সুপার ভাইজার লিটন সরকার, জাগোনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি বাদল ভৌমিক ও বিটিভির জেলা প্রতিনিধি গাজী শাহাদত হোসেন ফিরোজীসহ প্রাণ গ্রুপের কর্মীরা ত্রাণ বিতরণ করেন। প্রসঙ্গত, গত মাসে সিরাজগঞ্জ ভয়াবহ বন্যার কবলে পড়ে। গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে যায়। সেসময় জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। বন্যা চলাকালীন দেশের বিভিন্ন জেলার দুস্থ মানুষের পাশে এসে দাঁড়ায় জাগোনিউজ টুয়েন্টিফোর ডটকম। বন্যা পরবর্তীতে প্রাণের ড্রিংকিং ওয়াটারের সৌজন্যে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত হলে শুক্রবার সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা দুর্গদের কাছে পৌঁছে দেয়া হয়। বাদল ভৌমিক/এফএ/পিআর