দেশজুড়ে

ঝিনাইদহে ট্রাক-টেম্পো সংঘর্ষে নিহত ৪

ঝিনাইদহ জেলার শৈলকুপায় ট্রাক-টেম্পো সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার দুধসর নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, নিহতরা সবাই পান ব্যবসায়ী। সকালে তারা গাড়াগঞ্জ থেকে টেম্পো যোগে ঝিনাইদহ যাচ্ছিলেন। পথিমধ্যে দুধসর নামক স্থানে অপর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ট্যাম্পুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। আহত হয় আরও ৪ জন। নিহতরা হলেন, শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া গ্রামের আব্দুল গফুর বিশ্বাসের ছেলে সফি উদ্দীন সফি (৩৫), একই গ্রামের রওশন আলীর ছেলে মজিবর রহমান (৩৭), আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াজুল ইসলাম (৪০) ও হরিণাকুন্ডু উপজেলার চরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আমিনুল ইসলাম(৩২)। আহতদের মধ্যে মিলন ও আলমগীর নামে দু’জনের পরিচয় পাওয়া গেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. হাসেম খান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।এমএস/এআরএস