টঙ্গীর বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় রোববার পর্যন্ত ২৫ জন নিহত এবং ৯ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে গাজীপুর জেলা প্রশাসন কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।টঙ্গী আহসানউল্লাহ মাস্টার উড়াল সেতুর পাশে গাজীপুর জেলা প্রশাসন একটি কন্ট্রোল রুম স্থাপন করেছে। সেখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসেম দায়িত্ব পালন করছেন। সেখানে কারখানার নিখোঁজ শ্রমিকদের তালিকা জমা নেয়া হচ্ছে।কন্ট্রোল রুমে রোববার দুপুর পর্যন্ত ৯ জন নিখোঁজ শ্রমিকের তালিকা জমা পড়েছে। এরা হলেন- মাগুরা সদরের চনপুর ইডারন গ্রামের আ. মালেক মোল্লার ছেলে আজিম উদ্দিন (৩৬), টাঙ্গাইলের মির্জাপুর থানার উকুলকি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩৭), গাজীপুরের হিমারদীঘি আমতলী বস্তির হরিজন কলোনির দিলীপ ডোমের ছেলে শ্রী রাজেশ বাবু (২২)।এছাড়া লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মো. আবু তাহেরের ছেলে রিয়াদ হোসেন মুরাদ (৩২), সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ঝিগারবাড়িয়া গ্রামের মমতাজ আলীর ছেলে মো. ইসমাইল হোসেন (৪৫), একই এলাকার সুলতান গাজীর ছেলে মো. আনিছুর রহমান (৩০), কিশোরগঞ্জের হোসেনপুর থানার মেছেরা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪০) নিখোঁজ রয়েছেন।আরো নিখোঁজ রয়েছেন চাঁদপুরের কচুয়া থানার তেঘরিয়া গ্রামের ইউনুস পাটোয়ারীর ছেলে নাসির উদ্দিন পাটোয়ারী (৪৫) ও কুমিল্লা মুরাদনগর থানার টনকী গ্রামের মো. তোফায়েল হোসেনের ছেলে মাসুম আহমেদ (৩০)। নিহতরা সবাই ওই কারখানার শ্রমিক কর্মচারী। কন্ট্রোল রুমের পাশে নিখোঁজদের স্বজনরা তাদের প্রিয়জনের খোঁজ নিতে এসে ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন।আমিনুল ইসলাম/এসএস/পিআর