এবারের ঈদে মানুষ ভালোভাবেই বাড়িতে পৌঁছেছে উল্লেখ করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, দৌলতদিয়া ঘাটে নদী ভাঙনে সমস্যা হচ্ছে। ঈদের পরপরই এই ঘাটে স্থায়ীভাবে নদী ভাঙন রোধে কাজ শুরু হবে। সোমবার দুপুরে মাদারীপুরের-কাওড়াকান্দি ঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌপরিবহন মন্ত্রী। তিনি বলেন, শিমুলিয়া-কাওড়াকান্দি রুটের নাব্যতা বজায় রাখতে ৮টি ড্রেজার কাজ করছে। যেখানেই নাব্যতা সংকট দেখা দেবে সেখানেই ড্রেজিং চলবে। ঈদ পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে মন্ত্রী বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রশাসন, পুলিশ, র্যা বসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা ভালোভাবে দায়িত্ব পালন করছে। ঈদের পরের সাতদিনও একই ব্যবস্থাপনা বজায় থাকবে।এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. ইমরান আহমেদ, মাদারীপুর প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক এবিএম বজলুর রহমান খান (মন্টু খান) কাওড়াকান্দি ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন প্রমুখ। এ কে এম নাসিরুল হক/এএম/পিআর