দেশজুড়ে

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে উপজেলার মাদবরচর ইউনিয়নের নাজিমদ্দিন মাদবরের কান্দি এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।শিবচর থানা পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার সকালে উপজেলার মাদবরচর ইউনিয়নের নাজিমদ্দিন মাদবরের কান্দি এলাকায় ফারুক মাদবর ও আলতাফ মাদবরের সর্মথকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হন। এদের মধ্যে চারজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে শিবচর থানার সেকেন্ড অফিসার আবু তালেবকে ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসিরুল হক/এসএস/এমএস