দেশজুড়ে

ট্যাম্পাকো দুর্ঘটনা : তিতাসের তদন্ত কমিটি গঠন

টঙ্গীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় গ্যাস লিকেজ থেকে অগ্নিবিস্ফোরণ এবং এ থেকে হতাহতের ঘটনার কথা উঠার পাঁচদিন পর বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মীর মশিউর রহমান জানান, বৃহস্পতিবার ওই কমিটি গঠন করা হয়েছে। এতে তিতাসের ঢাকা মেট্রো উত্তরের মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী রানা আকবর হায়দারীকে প্রধান এবং ঢাকা মেট্রো-৪-এর উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী বাসু দেব সাহা এবং তিতাসের উপ-ব্যবস্থাপক (ভিজিলেন্স বিভাগ) শহীদ হোসাইন সোহাগকে সদস্য করা হয়েছে। তাদের সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।উল্লেখ্য, গত শনিবার সকালে ট্যাম্পাকো কারখানায় বিস্ফোরণের ঘটনায় বুধবার পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর আহত ৪০ জনের তথ্য পাওয়া গেছে। আর নিখোঁজ রয়েছে ১০ জন।আমিনুল ইসলাম/এসএস/এমএস