দেশজুড়ে

মাদারগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বসতঘর থেকে আয়শা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে পৌর এলাকার ক্ষুদ্র জুনাইল চাইলানীপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আয়শা বেগম ওই গ্রামের মৃত আব্দুল খালেক মন্ডলের স্ত্রী। মাদারগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রফিকুল ইসলাম জানান, ছেলে বিদেশে থাকায় আয়শা বেগম একাই বসবাস করতেন। ঈদের দিন কুরবানি দেয়ার পর থেকে আয়শা বেগমকে বাড়িতে দেখতে না পেয়ে এবং গেইটে তালা ঝুলানো থাকায় তার স্বজনরা ভেবেছিলেন মাংস নিয়ে কোনো আত্মীয় বাড়িতে গেছেন। কিন্তু গত তিন দিনেও ফিরে না আসায় শুক্রবার রাতে আয়শা বেগমের ভাতিজা গেইটের তালা ভেঙে ঘরে ঢুকে তার মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে।শুভ্র মেহেদী/এফএ/এমএস