দেশজুড়ে

নালিতাবাড়ীতে কৃষকের মরদেহ উদ্ধার : জামাই আটক

শেরপুরে নালিতাবাড়ী উপজেলার পশ্চিম ছালুয়াতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে শনিবার সকাল আটটার দিকে মোফজ্জাল হোসেন (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার অভিযোগে নিহতের মেয়ে জামাই মারফত আলীকে (৩২) আটক করেছে পুলিশ। নালিতাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বাড়ি থেকে ডেকে নিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে নালিতাবাড়ীর পশ্চিম ছালুয়াতলা গ্রামের মোফাজ্জল হোসেন তার মেয়ে মর্জিনাকে পোড়াগাঁও গ্রামের রবিউল্লার ছেলে মারফত আলীর সঙ্গে বিয়ে দেন। কাজকর্ম না থাকায় মারফত আলী প্রায়ই স্ত্রীর ওপর নির্যাতন চালাতো। একপর্যায়ে মর্জিনা স্বামীকে নিয়ে গাজীপুরে গিয়ে একটি সোয়েটার কারখানায় কাজ নেয়। ঈদের ছুটিতে তারা বাড়ি আসে। স্বামী মারফত আলী স্ত্রী মর্জিনার কাছ থেকে বেতনের সব টাকা কেড়ে নেয় এবং এর প্রতিবাদ করায় শ্বশুরবাড়ির লোকজনকে সে নানাভাবে হত্যার হুমকি দেয়। এমনকি গত ১১ সেপ্টেম্বর সে শ্বশুরের খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়।মর্জিনা বেগম অভিযোগ করে বলেন, শুক্রবার আমি ও আমার মা আত্মীয় বাড়ি বেড়াতে গেলে বাবাকে মারফত আলী বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এসময় সে তার কয়েক সহযোগীকে নিয়ে বাবার মাথায় আঘাত করে ও গলায় রশি পেচিয়ে হত্যা করে বাড়ির পাশেই একটি পুকুরে ফেলে দেয়। তিনি জানান, শনিবার সকালেও বাবা ফিরে না আসার বিষয়টি ছোটভাই জুবায়ের তাদের জানালে তারা খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার বাবার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, ঘাতক মারফত আলী হত্যাকাণ্ডের পরপরই নিজ গ্রাম পাঁচগাও চলে যান। কিন্তু ততক্ষণে ঘটনা জানাজানি হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামপুলিশের সহায়তায় পাঁচগাও গ্রামের নিজবাড়ী থেকে পুলিশ তাকে আটক করে।নালিতাবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেন, মারফত আলী এর আগেও শ্বশুরবাড়িতে এসে লোকজনের সঙ্গে ঝগড়া-ফ্যাসাদে লিপ্ত হতো। এনিয়ে ২৬ ধারায় মারপিটের একটি মামলা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানা পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারী সন্দেহে নিহতের মেয়ে জামাই মারফত আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।  হাকিম বাবুল/এফএ/এমএস