দেশজুড়ে

নীলফামারীতে শিক্ষক হত্যা চেষ্টায় গ্রেফতার ১

নীলফামারীর ডিমলায় শিক্ষক সারওয়ার আলম রাজা হত্যা চেষ্টা মামলার আসামি গোলাম রব্বানীকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতারের পর শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার রব্বানী ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দরখাতা গ্রামের মৃত. জয়নাল আবেদিনের ছেলে। মামলার নথি থেকে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় পরিকল্পিতভাবে রহিম উদ্দিন খট্টু ও তার সহযোগীরা লাঠি ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে নুরুল আলম মানিকের বাড়িতে হামলা করে।  এ সময় নুরুল আলমকে বাঁচাতে এগিয়ে আসায় তার ভাই সারওয়ার আলম রাজার উপর হামলা করে গুরুত্বর আহত করে আসামিরা। ঘটনার সময় রাজার পকেটে থাকা ৫০ হাজার ছিনতাই এবং বাড়ি ঘর ভাঙচুর করে অর্ধ-লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি করেছে বলেও মামলায় উল্লেখ করা হয়। ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, মামলার প্রেক্ষিতে গোলাম রব্বানীকে গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।জাহেদুল ইসলাম/এএম/আরআইপি