দিনাজপুরের বোচাগঞ্জে বজ্রপাতে মো. রফিকুল ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নাফানগর ইউনিয়নের নাফানগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রফিকুল ইসলাম উপজেলার নাফানগর ইউনিয়নের নাফানগর গ্রামের মৃত লতিফুর রহমানের ছেলে।প্রতিবেশী মো. শামসুল ইসলাম জানান, রফিকুল ইসলাম বাড়ির পাশেই নিজের কলাবাগান পরিচর্যা করছিলেন। একপর্যায়ে দুপুরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিপাতের সময় বজ্রাঘাতে রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহান পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এমদাদুল হক মিলন/এএম/আরআইপি