বাড়তি ভাড়া আদায়ের দায়ে বাগেরহাটে পরিবহনসহ ৭ বাস মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ফকিরহাট বাসস্ট্যান্ড এলাকায় আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেইজে যাত্রীদের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, মোহাম্মদ আলী সিদ্দিকী ও মুহাম্মদ শাহরিয়ার মুক্তা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, ঈদ পরবর্তী সময়ে বাগেরহাট থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যানবাহনে অতিরিক্ত যাত্রী বোঝাই এবং টিকিটে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে সালাম মৃধা নামে এক ব্যক্তি অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে বাগেরহাট সদর ও ফকিরহাট বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এ সময় কাউন্টারের রেজিস্ট্রার এবং উপস্থিত যাত্রীদের কাছে থাকা টিকেট পর্যবেক্ষণ করে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রমাণ পাওয়ায় ৭ পরিবহন ও আঞ্চলিক বাসকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। মানুষের যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করতে এবং যাত্রী সেবার নামে হয়রানি বন্ধে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। শওকত আলী বাবু/এএম/পিআর