দেশজুড়ে

হাকিমপুরে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৫১ জনের দণ্ড

দিনাজপুরের হাকিমপুরের হিলি রেল স্টেশনে বিনা টিকিটে রেল ভ্রমণের অভিযোগে ৫১ জন যাত্রীর জেল ও জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছানাউল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।হিলি রেলওয়ে ইনচার্জ এসআই খোকন চন্দ্র সাহা জানান, চিলাহাটি থেকে রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস থেকে হিলি রেল স্টেশনে নামা ৪৫ জন যাত্রীকে তিন মাস করে কারাদণ্ড এবং ছয় জনকে ৫০ টাকা করে জরিমানা আদায় করা হয়। এসময় হিলি রেলওয়ে পুলিশ ও হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা সহযোগিতা করেন। এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি