জামালপুরের বকশীগঞ্জে পুলিশকে মারধর করে নারী নির্যাতন মামলার এক আসামিকে হ্যান্ডক্যাপসহ ছিনিয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার রাতে বকশীগঞ্জ উপজেলার পাখীমারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সহায়তার অভিযোগে বুধবার আবু বকর সিদ্দিক নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গেছে, বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের ডোমেরচর গ্রামের মনি বেগম মঙ্গলবার স্বামী বিল্লাল হোসেনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি দল মঙ্গলবার রাত ৮টার দিকে ডোমেরচর গ্রাম থেকে বিল্লাল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসার সময় পাখিমারা এলাকায় বিল্লালের লোকজন পুলিশের উপর চড়াও হয়ে পুলিশকে মারধর করে। এসময় আসামি বিল্লাল হোসেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু বকর সিদ্দিককে কামড়ে দিয়ে হ্যান্ডক্যাপসহ পালিয়ে যায় বিল্লাল হোসেন।এ ব্যাপারে বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার জানান, এ ঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামি পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামে অপর একজনকে গ্রেফতার করা হয়েছে। শুভ্র মেহেদী/এফএ/এমএস