জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে শিবিরকর্মীসহ ৬৭ জনকে আটক করা হয়েছে। এসময় কয়েকটি জিহাদি বই উদ্ধার করা হয়। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুরকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে সপ্তাহব্যাপী পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার বিশেষ অভিযানে শহরের পাঁচরাস্তা মোড় থেকে শিবিরকর্মী রিফাতকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে কয়েকটি জিহাদি বই উদ্ধার করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে চিহ্নিত অপরাধী, মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্তসহ মোট ৬৭ জনকে গ্রেফতার ও আটক করে পুলিশ। পুলিশের এই বিশেষ অভিযান চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। শুভ্র মেহেদী/এফএ/পিআর