সিরাজগঞ্জের বেলকুচি থেকে অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা। আটকের পর মালয়েশিয়ায় অপহৃত বশির মিয়াকে ছেড়ে দিয়েছে সেদেশে অবস্থানরত অপহরণকারী চক্রের হোতারা।বুধবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি থানার মুকুন্দগাঁতী থেকে অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। আটকরা হলেন, বেলকুচি উপজেলার চালা মধ্যপাড়া গ্রামের অজিত আলী মোল্লার ছেলে শোভা চাঁন (৩০), চর শালদাইর গ্রামের মৃত ছফর আলীর ছেলে রবি চাঁন মুন্সি (রবিউল হাসান) (৪০) ও একই গ্রামের কমের আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (২৪)। র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. হাসিবুল আলম বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর বশির মিয়াকে অপহরণ করে মালয়েশিয়ায় কেডা জেলার চুংগা বাতানি শহরে একটি বাসায় আটকে রাখে অপহরণকারীরা। পরে বশির মিয়ার স্ত্রীর কাছ আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীরা বাংলাদেশে অবস্থানরত তাদের সহযোগী রবি চাঁন মুন্সির (রবিউল হাসান) ব্যাংক অ্যাকাউন্ট সোনালী ব্যাংক সোহাগপুর শাখায় মুক্তিপণের টাকা জমা দিতে বলে। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর বোরহান উদ্দিন থানায় একটি জিডি করা হয়। বিষয়টি র্যাব-৮ এর মাধ্যমে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পকে জানালে বেলকুচি থানার মুকুন্দগাঁতী এলাকায় অভিযান চালিয়ে মালয়েশিয়ায় অবস্থানরত অপহরণকারীদের ওই তিন সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল, মুক্তিপণের অর্থ সংগ্রহের জন্য ব্যবহৃত সোনালী ব্যাংক, সোহাগপুর শাখার একটি চেক বই উদ্ধার করা হয়। তিনি আরো জানান, সহযোগীদের আটকের খবর পেয়ে মালয়েশিয়ায় অবস্থানরত অপহরণকারী জিয়াউল হকসহ অন্যান্য অপহরণকারীরা ভিকটিম মো. বশির মিয়াকে ছেড়ে দেয়। বর্তমানে তিনি নিজ কর্মস্থলে রয়েছেন। বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, অপহরণকারী চক্রের আটক তিন সদস্যকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের বোরহান উদ্দিন থানায় পাঠানো হবে।এএম/পিআর