শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের তিন পর হৃদয় মিয়া (৮) নামের এক শিশুর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নালিতাবাড়ী সদর ইউনিয়নের শেওড়াতলী গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় শেওড়াতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র নিহত হৃদয় ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল থেকে হৃদয় মিয়া নিখোঁজ হয়। এর তিনদিন পর বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাড়ির প্রায় ৫০০ গজ দূরে একটি পুকুরে হৃদয়ের লাশ ভাসতে দেখেন এলকাবাসী। পরে হৃদয়ের বাবা ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন। এ সময় মরদেহটির শরীর ক্ষত-বিক্ষত দেখা যায়। নালিতাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, শিশু হৃদয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।হাকিম বাবুল/এএম/পিআর