হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি মজিবুর রহমান লেবুসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত-১) আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম-১।তারা হলেন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মুন্সি কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সহ-সাংগঠনিক সম্পাদক নুর কায়েম সবুজ, সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস, পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা, সাধারণ সম্পাদ মুন্সি আলম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুলাহ আল কায়েস, জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট, সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবুসহ ১৩০ নেতাকর্মী। এদের মধ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু ও পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা ও বিএনপি নেতা শহিদুল ইসলাম সিরাজগঞ্জ কারাগারে রয়েছেন। জেলা চিফ জুডিশিয়াল (সদর থানা) আদালতের জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা (জিআরও) আব্দুল মান্নান এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, ২০১৫ সালের ৩১ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালে সদর উপজেলার রামগাতিতে পেট্রল-বোমা হামলায় পান ব্যবসায়ী গণেশ দাস নিহত হন। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন বাদী হয়ে বিএনপি, ছাত্রদল, যুবদল ও জামায়াতের ১১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর মধ্যে ৮১ নেতাকর্মী জামিনে এবং ৪৮জন পলাতক রয়েছেন।ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর