বাগেরহাটে দীর্ঘ ১৩ বছর পর ১ম বিভাগ ফুটবল লিগ শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট স্টেডিয়ামে এই ফুটবল লিগের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। বাগেরহাট জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি খান হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ, চিরুলিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি মো. ফিরোজুল ইসলাম ,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা চৌধুরী জাকির হোসেন প্রমুখ। এ বছর ফুটবল লিগে জেলার ১০ টি ক্লাব অংশগ্রহণ করছে। জেলার ফুটবল ক্লাবগুলোর আর্থিক সমস্যার কথা বিবেচনা করে অংশগ্রহণকারী প্রতিটি ফুটবল দলকে ২৫ হাজার টাকা উদ্ধোধনী অনুষ্ঠানে প্রদান করা হয়। দীর্ঘ দিন পর ফুটবল খেলা দেখতে বাগরহাট স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্ধোধনী খেলায় উন্মোচন ক্লাব ২-০ গোলে সতীর্থ ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের সালাউদ্দিন ও আবুল হাসনাত সজিব গোল করেন। খেলা পরিচালনা করেন পলাশ সেন, মোস্তাহিদুর রহমান মুক্ত, জীবন দাস ও মানুন খান।সর্বশেষ ২০০৩ সালে বাগেরহাটে ১ম বিভাগ ফুটবল লিগ অনুষ্ঠিত হয়েছিল। বাগেরহাটের ক্লাবগুলোর আর্থিক সমস্যাসহ খেলার মাঠ সংস্কার না হওয়ায় দীর্ঘ দিন ধরে বাগেরহাটে ফুটবল লিগ অনুষ্ঠিত হয়নি বলে আয়োজকদের দাবি। তবে তাদের প্রত্যাশা আগামী দিনগুলোতে বাগেরহাটে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ফুটবল খেলা বিশেষ করে ১ম বিভাগ ফুটবল লিগ প্রতিবছর নিয়মিত আয়োজন করবে জেলা ফুটবল এ্যাসোসিয়েশন। শওকত আলী বাবু/এনইউ/পিআর